কুতুবপুর অরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে তাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তাই সকল শিক্ষার্থীদের উক্ত রেজিস্ট্রেশন কার্যক্রম২০/০৮/২০২৫ খ্রি: তারিখ থেকে ১০/০৯/২০২৫ খ্রি: তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য বিশেষ ভাবে বলা হলো। নির্ধারিত তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বিষয়টি অতীব জরুরী।